সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 2, 2026

সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ



শীতের রাতে একটি কম্বল শুধু শরীরকে নয়, উষ্ণ করে মানবতার হৃদয়—এই মানবিক বার্তা সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা।


মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন রতন ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন তুষার-এর ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষ উপকৃত হন।


কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান


এসময় অতিথিরা বলেন, শীত মৌসুমে সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। তারা আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগ হলেও এ ধরনের কার্যক্রম সমাজে মানবতা ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করে।


আয়োজকরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের রাতে একটি কম্বল তাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এমন মানবিক কাজে এগিয়ে আসায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।