কাঁচপুরে কোস্টগার্ডের জব্দ করা ২৫০০ কেজি জাটকা গেলো এতিমখানা ও মাদ্রাসায় - News Of Sonargaon

শিরোনাম

Monday, January 5, 2026

কাঁচপুরে কোস্টগার্ডের জব্দ করা ২৫০০ কেজি জাটকা গেলো এতিমখানা ও মাদ্রাসায়



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে পাগলা কোস্ট গার্ড স্টেশনে আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আনুমানিক ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।


জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা-মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।


কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।