সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবে উমায়েরর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে নিরীহ এলাকাবাসীদের জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবসাী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে মেঘনা নদীতে পাড় হওয়ার সময় ঘন কুয়াশার কবলে পড়ে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। ট্রলার সকলে উঠে গেলেও উমায়ের সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ থাকা ৩দিন পর মরদেহ উদ্ধার হয়। এঘটনায় নিহতের মা বাদি হয়ে এলাকার নিরীহ মানুষকে হত্যা মামলার আসামী করে করেন।
এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত র্যাব বা পিবিআইয়ের মাধ্যমে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
