সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় জাতীয় পার্টির নেতা আষাঢ়িয়ারচর এলাকার মৃত চান মিয়ার ছেলে মোঃ সারোয়ার (৬০), মোক্তার হোসেন (৫৮), মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ সজীব (২৮) ও সারোয়ারের ছেলে হৃদয় (২৭) কে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী সারোয়ারকে মসজিদ কমিটি থেকে বাদ দেয়া কে কেন্দ্র করে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। গতমাসের ১৯ তারিখ শুক্রবার মসজিদের কমিটি ভাঙা হলে পরের দিন ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে আষাঢ়িয়াচর বাস স্ট্যান্ডে তারা আমাকে একা পেয়ে মারধর করার চেষ্টা চালায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সারোয়ার, মোক্তার ও তার সন্ত্রাসী বাহিনী।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।