সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হাইস্কুলের সামগ্রিক উন্নয়ন কাজের স্বার্থে গঠিত এডহক কমিটি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে গিয়ে জানা যায়, এডহক কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক তালুকদারের বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক মোঃ আলমগীর হোসেন বলেন, 'বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আধিপত্য বিস্তারকারী প্রধান শিক্ষক নানা অজুহাতে আগের করা এডহক কমিটি বহাল রেখেছেন। যা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিধিমালার পরিপন্থি'।
বিদ্যালয়ের জমিদাতা হাজী আবুল কাশেম বলেন, 'প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। এডহক কমিটি তে অনিহা। শুনেছি কর্মচারী নিয়োগে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আছে। তাই মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি৷ আমি আশাবাদী তিনি তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন'।
এ বিষয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক তালুকদার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তার স্বপক্ষে কোন প্রমাণ অভিযোগকারীরা দেখাতে পারবেন না। এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এডহক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় স্কুলের জমিদাতা হাজী আব্দুল কাশেমসহ নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান, স্থানীয় বিএনপি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশক্রমে ৩জনের নাম এডহক কমিটির জন্য উপজেলায় প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, যারা ইতিপূর্বে এডহক কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন আমি ব্যক্তিগত ভাবে তাদের সবাইকেই এডহক কমিটি গঠনের পূর্বের মিটিংয়ে উপস্থিত থেকে সবার সামনে তা উপস্থাপন করতে বলেছিলাম। এদের মধ্যে আলমগীর হোসেনসহ আরো দুয়েকজন সেখানে উপস্থিত ছিলেন না। তাই তারাই মূলত এডহক কমিটি নিয়ে নানা প্রশ্ন তুলে বিতর্কিত করার পায়তারা করছেন।
দীর্ঘ ৫ বছর যাবত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসা আতিক তালুকদার আরো বলেন, এই কমিটি গঠন করে শিক্ষা বোর্ড, এবং এটি নির্দিষ্ট কিছু সদস্য নিয়ে গঠিত হয়, যেমন সভাপতি, সদস্য সচিব (শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান), ও অন্যান্য সদস্য (যেমন শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি)। কমিটির মূল লক্ষ্য হলো ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা বোর্ডের কাছে জমা দেওয়া। তাই এখানে আমার হস্তক্ষেপ করার কোন প্রশ্নই যুক্তিযুক্ত না।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির বিষয়টি আমি অবগত। যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগটি পাঠিয়েছেন তাই স্যার যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।