সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র সাব্বির আল রাজ-এর উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বর্বর ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ২৯ জুন, রবিবার রাত ৮টার দিকে ছাত্রলীগকর্মী জুনায়েদ প্রধান মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী সাব্বিরের উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে ফেলে রাখা হয়।
রবিবার ( ২৯ জুন) রাত ৮ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার রয়েল হাসপাতালের পিছনের গলিতে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির আল রাজ বলেন, "আমি আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, এ কারণে তারা আগে থেকেই আমাকে শাসিয়ে আসছিল। আজ আমাকে মারার পর তারা বলেছে—এই নিয়ে বাড়াবাড়ি করলে আমার ক্লাস টু-তে পড়া ছোট ভাইকে মেরে ফেলবে। এমনকি আমার পরিবারকেও হুমকি দিয়েছে।”
তিনি আরো বলেন, "এই হুমকি শুধু একজন শিক্ষার্থীর কণ্ঠ রোধ নয়—এটা একটি গণতান্ত্রিক অধিকার ও পরিবারের নিরাপত্তার উপর সরাসরি সন্ত্রাস"।
জানা গেছে, হামলার নেতৃত্বদানকারী জুনায়েদ প্রধান মোল্লা সোনারগাঁ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরের ভাতিজা। ফলে প্রশ্ন উঠেছে। এই হামলার পেছনে শুধু ব্যক্তিগত রাগ নয়, রয়েছে সংগঠিত ও প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া।
এনসিপির সোনারগাঁয়ের প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ বলেন, "আমরা কারও রক্ত বিনা বিচারে মাটিতে মিশতে দেবো না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সাব্বিরের পরিবারকে নিরাপত্তা দিতে হবে। অন্যথায় আমরা রাজপথে নামবো।”