সোনারগাঁয়ে রিকশায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 30, 2025

সোনারগাঁয়ে রিকশায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত মিথিলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী।


সোমবার রাত এগারোটা নাগাদ মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের স্বামী সাব্বির জানান, আজ রাতের দিকে রিকশায় করে তারা দুজন বাসার দিকে ফিরছিলেন। এ সময় বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত রিকশার চাকায় মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান মিথিলা আর বেঁচে নেই।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট আনা পুলিশকে জানানো হয়েছে।