পানামসিটির সহকারী তত্ত্বাবধায়ক সিয়ামের স্বেচ্ছাচারিতায় জিম্মি দর্শনার্থীরা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, June 28, 2025

পানামসিটির সহকারী তত্ত্বাবধায়ক সিয়ামের স্বেচ্ছাচারিতায় জিম্মি দর্শনার্থীরা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নিদর্শন হিসেবে খ্যাত পানামসিটিতে ঘুরতে আসা দর্শনার্থীরা রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা সহকারী তত্ত্বাবধায়ক সিয়াম চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও হেনস্থার শিকার হওয়াসহ নানান ধরনের অভিযোগ পাওয়া গেছে। ঘুরতে আসা দর্শনার্থীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।


শনিবার (২৮ জুন) বিকেলে সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে পরিবার নিয়ে ঘুরতে আসা নারায়ণগঞ্জ ফতুল্লার মেহেদী হাসান জয় বলেন, পনেরো শতকে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম প্রভাবশালী জমিদার ঈসা খাঁ’র গড়ে তোলা পানামসিটিকে দেখতে এসেছি। এখানকার আনসার ও স্টাফদের ব্যবহারে আমিসহ ঘুরতে আসা দর্শনার্থীরা মর্মাহত। সামান্য ছবি ও ভিডিও করার বিষয়ে বাঁধা দেয়ায় জিজ্ঞেস করলে গায়ে হাত তোলার জন্য উদ্ধত হয় আনসার ও কয়েকজন। আনসাররা তো অফিসারের গুন্ডাবাহিনী হিসেবে কাজ করে।


ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এই ঘটনার সময় শিক্ষার্থীকে তার বান্ধবীর সাথে ঘুরতে আসা দর্শনার্থীকে টেনে আনার চেষ্টা করছেন একজন আনসার সদস্য৷ অপর দিক থেকে বাচ্চা কোলে পানামসিটির সহকারী তত্ত্বাবধায়ক সিয়াম চৌধুরী সেই দর্শনার্থীকে মারতে বলছেন। তত্ত্বাবধায়ক সিয়ামের হুকুমে  অতর্কিতভাবে সেই দর্শনার্থীকে তার বান্ধবীর সামনেই মারধর করতে থাকেন আনসার সদস্য হাবিব। খালি গায়ে থাকা অন্য আনসার সদস্যসহ অন্যান্য দর্শনার্থীরা তা দেখছেন।


ভাইরাল হওয়া ফুটেজ সম্পর্কে ঘটনার প্রত্যক্ষদর্শী সোনারগাঁও জিআর ইন্সটিটিউটের শিক্ষার্থী রায়হান বলেন, আমরা হঠাৎ চিল্লাচিল্লি শব্দ শুনে পানামসিটির ৩২নং বিল্ডিংয়ের পিছনে গিয়ে একজন ছেলে ও মেয়ে কে আনসার সদস্য হাবিব নামে একজনকে টানাটানি করে ভিতর থেকে বের করে নিয়ে আসতে দেখি। তারপর ঐখানে পানামের কয়েকজন দায়িত্বে থাকা লোকজন এসে আনসার সদস্য কে অর্ডার করে ঐ ছেলেটাকে মারতে। অনুমতি পেয়ে আনসার সদস্য ঐছেলেকে মারতে মারতে গেটের দিকে নিয়ে যায়। এরপর আমাদের সরিয়ে দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ভুক্তভোগী ঐ দুজন দর্শনার্থীদের কে ছেড়ে দেয় আনসার ও লোকাল লোকজন। 


পানামসিটিতে দায়িত্ব আনসার প্লাটুন কমান্ডার মো: জামান মিয়া বলেন, ছেলে ও মেয়ে দুজন সকাল থেকেই পানামে ঘুরাঘুরি করতে দেখা গেছে। বেলা ২ টার দিকে আনসার সদস্য হাবিবুর রহমান তাদেরকে বিল্ডিংয়ের ভিতর কোলাকুলি করতে দেখে পানামসিটির সহকারী তত্ত্বাবধায়ক সিয়াম চৌধুরী ও আমাকে কল দিলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তিনি মারতে হুকুম দিলে আনসার সদস্য হাবিব দর্শনার্থী ঐ ছেলেটিকে মারধর করে৷ পরে আমি গিয়ে মারধর থামাই।


কোন দর্শনার্থী পানামসিটিতে অপরাধের সঙ্গে জড়িত থাকলে আনসার সদস্যরা তাদেরকে শারীরিক হেনস্থা করতে পারে কিনা জিজ্ঞেস করলে তিনি আরো বলেন, খালি গায়ে থাকা আনসার সদস্য তাকে মারেনি। বিষয়টা আসলে আমাদের উপরে ছিল না। এখানে তত্ত্বাবধায়কের আন্ডারে আমরা ২০জন আনসার সদস্য দায়িত্ব পালন করি। তিনি হুকুম দিলে আমার প্লাটুনের একজন সদস্য অন্যায় ভাবে দর্শনার্থীকে মারধর করে। আমরা অফিশিয়াল ভাবে ঐ আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।


ঘুরতে আসা স্থানীয় দর্শনার্থীদের অনেকেই জানান, সিয়াম চৌধুরী দায়িত্ব পাওয়ার পর এলাকার লোকাল ছেলেদের সঙ্গে নিয়মিত ঝামেলায় জড়িয়ে পরছেন। আনসার বাহিনীকে দিয়ে তার অফিসের পিছনে গোপন কক্ষকে টর্চারসেল হিসেবে ব্যবহার করেন। এজন্য তিনি স্কুল কলেজের ছাত্র-ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে ব্লাকমেইল করার মাধ্যমে আনসার সদস্যদের উঠতি আয়ের সুযোগ তৈরী করে দেন বলেই জানান তারা। 


টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মো: শিব্বির আহমেদ বলেন, পানামে ঘুরতে আসা দর্শনার্থীকে মারধর করার বিষয়টি শুনেছি। আপত্তিকর বিষয় টা জানা ছিল না। সহকারী তত্ত্বাবধায়ক সিয়াম সাহেব পুরো বিষয়টি স্থানীয় লোকজন নিয়ে সমাধান করবেন জানালে আমরা আর পরে কিছু জানতে পারিনি।


আনসার সদস্যকে দিয়ে দর্শনার্থীকে তার বান্ধবীর সামনে হেনস্থার বিষয়টি স্বীকার করে পানামসিটির সহকারী তত্ত্বাবধায়ক সিয়াম চৌধুরী বলেন, 'আলোচিত দর্শনার্থীরা পানামের একটি বিল্ডিংয়ে প্রবেশ করে অনৈতিক কর্মকান্ড চালানোর চেষ্টা করলে দায়িত্বরত আনসার সদস্য তাদের কে আটক করে। পরবর্তীতে ছেলে ও মেয়ের অভিভাবকদের কে ডেকে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়েছে'।