সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার পশ্চিম সনমান্দী মাদ্রাসা মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নিয়ে তিনি সোনারগাঁয়ের কৃতি সন্তান ও প্রবীণ নেতা আজহারুল ইসলাম মান্নানের জন্য দোয়া করে।
তুহিন মাহমুদ তার ফেসবুকে সবার নিকট দোয়া চেয়ে লিখেন, "May Almighty Allah grant Azharul Islam Mannan, the President of Sonargaon Upazila BNP, a speedy recovery. Ameen.
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাহেবকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুন। আমিন"।
উল্লেখ্য যে, সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাহিরে রয়েছেন। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা চেয়ে সকলের দোয়া চাইলেন তারই ছেলে জেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।