আনন্দবাজার হাটে অতিরিক্ত ইজারার নামে চাঁদা দাবি, না দেয়ায় মারধর, আহত ৩ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, April 26, 2025

আনন্দবাজার হাটে অতিরিক্ত ইজারার নামে চাঁদা দাবি, না দেয়ায় মারধর, আহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে হাটের অতিরিক্ত ইজারা আদায়ের নামে চাঁদাবাজির ঘটনায় দোকানদারদের হাতুড়ি দিয়ে পেটানো অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাট থেকে ইজারাদার মাজহারুলের নেতৃত্বে দাবিকৃত চাঁদা না দেয়ায় দোকানপাট বন্ধ ও হাতুড়ি বাহিনী দিয়ে দোকানদারদের উপর হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে।


আহত দোকানীরা প্রত্যেকে আনন্দবাজার হাটের চান্দিনা ভিটির দোকানদার। আহতদের পক্ষে হাটের সেক্রেটারি আব্দুর রহমান নিজে বাদী হয়ে দক্ষিণ দামোদরদী এলাকার আব্দুল বাতেনের ছেলে মোতালেব (৩৮), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান (৪২), সিরাজুলের ছেলে মহসিন (৪২), বাবু (৩৫), খামারগাঁও এলাকার শাহ জাহানের ছেলে ফয়সাল (২৭) এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আনন্দবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, 'দীর্ঘ ৮৩ বছরের ইতিহাসে কখনো এই হাটে চান্দিনা ভিটির দোকান থেকে ইজারা নেয় নাই। আর স্থায়ী এসব দোকান থেকে ইজারা নেয়ার কোন সরকারি নির্দেশনা ও নাই। তারপরও নতুন ইজারাদার মাজহারুল অতিরিক্ত ইজারা দিতে সবাইকে বাধ্য করছে'।


আহত দোকানদার মো: ইমন বলেন, 'সপ্তাহের দুই দিন হাট হলেও শনিবার হাটের বেঁচাকেনা সবসময় বেশি৷ আর আজই ইজারাদার মাজহারুলের নেতৃত্বে আমাদের কে অতিরিক্ত ইজারার নামে চাঁদা দিতে চাপ সৃষ্টি করলে আমরা না দেয়ায় আমাদের উপর হাতুড়ি নিয়ে হামলা চালায়'।


এই ঘটনার পর থেকে ইজারাদার মাজহারুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, 'আনন্দবাজার হাটের অতিরিক্ত ইজারার নামে চাঁদাবাজির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে'।