সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চিহ্নিত ডাকাত সাকিব বাহিনীর ধারালো অস্ত্রের হামলায় মনসুর (৪০) নামে এক ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঈদগাঁ মাঠের সমনের এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত ব্যবসায়ী মনসুর জানান, সে হাবিবপুর ঈদগাঁ মাঠের সামনে একটি চায়ের দোকানে বসে ছিল। ওই সময় হাবিবপুর সংলগ্ন কোম্পানীগঞ্জ এলাকার মৃত সালাম মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সাকিব (৩৫), ও তার সহযোগী ইমন (৩০), ঝন্টু (২২), স্বপন (৩০) এবং হাবিবসহ (৩২) দেশী বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে ওই ডাকাতদল অতর্কিতভাবে হামলা চালিয়ে তার শরীররে বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল দ্রæত পালিয়ে যায়। পরে স্থনীয়রা ব্যবসায়ী মনসুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয়রা জানায়, এলাকার শীর্ষ ডাকাত সাকিব হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টাসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে সাকিব ও তার বাহিনী। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তার অত্যাচারে অতিষ্ট স্থানীয়রা।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাত সাকিবকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।