সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কর্মজীবি নারী ছিনতাইকারীর কবলে পড়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সাদিপুর এলাকায় এক কর্মজীবী নারী তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কালো রঙের একটি বাইকে করে এক ছিনতাইকারী এসে ওই নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নারীর ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।