সোনারগাঁয়ে এক কর্মজীবী নারী ছিনতাইকারীর কবলে - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 24, 2025

সোনারগাঁয়ে এক কর্মজীবী নারী ছিনতাইকারীর কবলে


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কর্মজীবি নারী ছিনতাইকারীর কবলে পড়েছেন। 


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়।

 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সাদিপুর এলাকায় এক কর্মজীবী নারী তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কালো রঙের একটি বাইকে করে এক ছিনতাইকারী এসে ওই নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নারীর ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়।


ভুক্তভোগী পরিবার জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।