সোনারগাঁওয়ে ষাটোর্ধ বৃদ্ধা বাবাকে পেটালেন মেয়ে, নাতি ও দুই ছেলে - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 27, 2025

সোনারগাঁওয়ে ষাটোর্ধ বৃদ্ধা বাবাকে পেটালেন মেয়ে, নাতি ও দুই ছেলে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন মেয়ে নাতি এ ছেলেদের বিরুদ্ধে।


রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় বৃদ্ধ আব্দুর রহিম (৬০) কে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে।


আহত আব্দুর রহিম বলেন, 'আমার পূর্বের স্ত্রী মারা যাওয়ায় আমি ৪ মাস আগে নতুন বিয়ে করার পর আমার ছেলে-মেয়েরা জমি জমা লিখে দেয়ার জন্য চাপ দেয়া শুরু করে। আমার স্ত্রীকে মারধর করে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আজ আমার উপর হামলা চালিয়েছে। আমার ছেলে জহিরুল ইসলাম (৪২), সাইফুল ইসলাম (৩৭), মেয়ে হালিমা আক্তার (৩২) ও নাতি রাহাদ (২৩) আমাকে দাড়ালো বটি, লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে আমি ও আমার স্ত্রী নিরাপত্তাহীনতায় আছি'।


আহত আব্দুর রহিমকে কুপিয়ে জখম করার পর তার মেয়ে ও ছেলেদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে না আসলে স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, "জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। ঘটনাস্থল থেকে তার বড় ছেলে জহিরকে আটক করতে সক্ষম হয়েছি। বাকিদের কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।