নানা নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্ত রবীন্দ্র গোপ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, June 13, 2019

নানা নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্ত রবীন্দ্র গোপ


নানা নাটকীয়তা শেষে মুচলেকায় মুক্ত রবীন্দ্র গোপ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইছাপাড়া এলাকায়  অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে আপত্তিকর অবস্থায় নারীসহ স্থানীয়রা আটকের নানা নাটকীয়তা শেষে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

সোনারগাঁ থানায় রাত এগারোটার দিকে মুচলেকা দিয়ে তার ছেলের জিম্মায় রবীন্দ্র গোপ ও মায়ের জিম্মায় তার কথিত বান্ধবী সাদিয়া মীম থানা থেকে ছাড়া পেয়েছেন।

সোনারগাঁও থানার ওসি  মনিরুজ্জামান জানান, রবীন্দ্র গোপের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। মিম নামের যে মেয়েটিকে তার সাথে পাওয়া যায় সে তার ছেলের বউয়ের বান্ধবী। তার ছেলের বাসায় বেড়াতে আসলে তাদের কে না পেয়ে তার সাথে গল্প করছিলো বলে জানায় তার পরিবার। তাই পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লম্পট কবি রবীন্দ্র গোপ এবং মীম আক্তার নামে ওই নারীকে উদ্ধার থানা হেফাজতে নিয়ে যায়। গতবাল বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১ টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ডাক বাংলো কক্ষ থেকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি  (অপারেশন) আলমগীর হোসেন ও এসআই আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক রবীন্দ্র গোপ ও মীম আক্তার নামে এক নারীকে আটক করেছি। প্রাথমিক ভাবে তারা তাদের দোষ অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে উভয়ে এলোমেলো বক্তব্য উপস্থাপন করেছেন। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার  ফাউন্ডেশনের কার্যক্রম সপ্তাহিক বন্ধ ছিলো। বেলা ১২টার দিকে প্রায় ২৫ বছর বয়সী এক নারী সন্দেহজনক ভাবে ডাক বাংলোর কক্ষে প্রবেশ করে। সেখানে আগে থেকেই রবীন্দ্র গোপ অবস্থান করেছিল। ভিতরে প্রবেশের পরেই তারা দরজা বন্ধ করে দেয়। তাদের অন্তরঙ্গ মুহূর্তের সময়ে বাহিরে লোকজনের অবস্থান টের পেয়ে সাবেক পরিচালক রবীন্দ্র গোপ এর সহযোগিতায় ওই নারী কৌশলে পকেট গেইট দিয়ে দৌড়ে পালাতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের হাতে ধরা পরে।

এলাকাবাসীরা আরও জানান, এর আগেও কবি রবীন্দ্র গোপ এর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির বহু অভিযোগ ছিলো। এদিকে কবি রবীন্দ্র গোপের মুক্তিতে এলাকাবাসীর মধ্যে তীব্র বিরাজ করতে দেখা যায়।