সোনারগাঁয়ে রহমান ম্যানশন থেকে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, June 12, 2019

সোনারগাঁয়ে রহমান ম্যানশন থেকে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক


আটককৃত অজ্ঞান পার্টির দুই সদস্যের সাথে এসআই আজাদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রহমান ম্যানশনের সামনে থেকে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলো আড়াইহাজারের মনোহরদী এলাকার সাইজুদ্দিনের ছেলে ফারুক (৩২) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে শামসুর রহমান (২৫)।

সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় রহমান ম্যানশনের সামনে অটোরিকশা সহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে যানবাহন ভাড়া নিয়ে রাস্তায় চালককে কৌশলে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়।