সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বদেশ পরিবহনের
একটি চলন্ত বাসে এক যুবতীকে (২২) ধর্ষণের চেষ্টা করলে জনতা গাড়ি থামিয়ে চালক শামীমকে আটক করে এবং গণধোলাই দিয়ে
পুলিশে সোপর্দ করেছে। একই ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকের সহযোগী নিরব নামের
এক হেলাপারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকেলে ঢাকার সায়দাবাদ
বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনাস্থলেই অভিযুক্ত
চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেফতারকৃত নিরব উপজেলার
পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে। গ্রেফতারকৃত হেলপার ধর্ষণ
চেষ্টা মামলার দ্বিতীয় আসামী। ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই তরুণী বাদী হয়ে মঙ্গলবার
(১১জুন) মামলা দায়ের করেছেন।
গত সোমবার (১০ জুন) রাত
সাড়ে ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ
ঘটনায় নির্যাতিত যুবতী বাদী হয়ে সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতিত
যুবতী গত
সোমবার রাত ৯ টার দিকে স্বদেশ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৭২৬৫) ঢাকা
গুলিস্তান থেকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট বাস স্ট্যান্ডের উদ্দেশে
রওনা হয়। রাত সোয়া ১০টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে এসে গাড়ী থামালে
বাসের সকল যাত্রী নেমে যায়। এ সময় ওই যুবতী খালি গাড়ী দেখে সেও নেমে যাওয়ার চেষ্টা
করেন। এসময় বাস চালক শামীম ওই যুবতীকে বলেন তুই বাসে বসে থাক। তোকে মেঘনাঘাট বাস
স্ট্যান্ডে ঠিক মত নামিয়ে দিব। পরে বাস চালক শামীম হেলপার নিরবকে বাস চালাতে দিয়ে
যুবতীকে পিছনের সিটে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেঘনা নিউটাউন
শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের সামনে
গাড়ির জন্যে অপেক্ষা করছিল। এসময় তারা বাস থেকে এক যুবতীর বাঁচাও বাঁচাও চিৎকার
শুনতে পায়।
পরে জনতা গাড়িটি থামিয়ে দেখতে পায় হেলপার গাড়ি চালাচ্ছে এবং চালক যুবতীকে
ধর্ষণের চেষ্টা করছে। তখন জনতা যুবতীকে উদ্ধার করে চালককে গণধোলাই দিয়ে পুলিশে
সোপর্দ করে। এ সুযোগে হেলপার পালিয়ে গিয়েছিলো।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তাওহিদ উল্লাহ জানান, ঘটনার
তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার দ্বিতীয় আসামী নিরবকে গ্রেফতার করা
হয়েছে। শনিবার তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এর আগে ঘটনাস্থল থেকেই
গণধোলাই দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে বাস চালক শামীমকে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন
জানান, ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামীর সহযোগী নিরবকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত বাসটি থানার হেফাজতে রয়েছে।