খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ থানা ও পৌর বিএনপির দোয়া মাহফিল - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 9, 2026

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ থানা ও পৌর বিএনপির দোয়া মাহফিল



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা উপজেলার পৌর এলাকার আদমপুরে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চয়ন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শ্যামল, পৌরসভা জাসাস এর সভাপতি এম.এ হালিম, সাধারণ সম্পাদক জলিল হোসেন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদল নেতা আখতার জামান, শাহীন চৌধুরী, নূরুল ইসলাম, রাহিম ও মামুন প্রমূখ।


দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সবার জন্য গণভোজের আয়োজন করা হয়।