সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘শাহজাদপুর ট্রাভেলস’ (ঢাকা মেট্রো-ব-১৫-১১৯৪) নামের একটি বাসে তল্লাশি করে দুই নারীকে তল্লাসী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তাদের কাছ থেকে ১ হাজার পিস ৬শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কল্পনা আক্তার (২৩), খিলগাঁও ঢাকার মৃত আরজু মিয়া মেয়ে ও মরিয়ম আক্তার ফরজানা (৩৩), পাবনা জেলার সাথিয়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
