সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি - News Of Sonargaon

শিরোনাম

Monday, January 12, 2026

সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

আদালত অবমাননার অবিযোগের ভিত্তিতে সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। 


সোমবার (১২ জানুয়ারী) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী তৌহিদুল ইসলাম আতিকের পিটিশিনের ভিত্তিতে হাইকোর্ট  ৩০ দিনের মধ্যে একটি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিলেও সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ৩০ দিনের মধ্যে উক্ত দরখাস্তটি নিষ্পত্তি না করার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। 


এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী তৌহিদুল ইসলাম আতিক বলেন, জনাব মঞ্জুরুল মোর্শেদের এক্সিকিউটিভ পাওয়ার সীজ না করলে জনগনের জন্য হুমকি হয়ে দাড়াবে। এই এসিল্যান্ড যে ক্ষমতার অপব্যবহার করেছে, তা সভ্য দেশে কল্পনা করা যায় না। এই এসিল্যান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা আশা করছি, মহামান্য হাইকোর্ট বিভাগ এমন নির্দেশনা প্রদান করবেন যাতে ভবিষ্যতে কোন এসিল্যান্ড এমন ঔদ্ধত্য পূর্ন আচরন করার সাহস না পায়।


এ বিষয়ে অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশের পরও এসিল্যান্ডের এ ধরনের ঔদ্ধত্য পূর্ণ আচরণ ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি হুমকি স্বরুপ।


উল্লেখ্য যে, বাদী বিবাদীর মধ্যে একই তফসিলভূক্ত সম্পত্তি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর আদালতে বিবিধ মোকদ্দমা ১০৯/২০১০, বিবিধ মোকদ্দমা ৩৮/২০১৯ এবং বিবিধ মোকদ্দমা ৩৮/২০১৯ এর রায়ের বিরুদ্ধে অত্র মোকদ্দমার বাদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মিস আপীল মোকদ্দমা ১৬১৪/২০২২ নিষ্পত্তি হওয়ায় আইনত ও ন্যায়ত সূত্র বর্ণিত মোকদ্দমাটি চলতে পারে না বিধায় মোকদ্দমাটি নথিজাত করন এর প্রার্থনা।” শীর্ষক একটি দরখাস্ত দেন। কিন্তু উক্ত দরখাস্তটি সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল, সোনারগাঁও সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত নিষ্পত্তি না করায় বিবাদী হাইকোর্ট বিভাগে রীট পিটিশন মোকদ্দমা নং- ৮৯৭৮/২০২৫ দায়ের করেন। পরবর্তীতে বিগত ৪ জুন ২০২৫ ইং তারিখে হাইকোর্ট বিভাগে শুনানী অন্তে দরখাস্তটি ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল, সোনারগাঁওকে নিষ্পত্তির নির্দেশ দেন। তিনি সেই নির্দেশ অমান্য করায় এই রুল জারির চার সপ্তাহের মধ্যে এসিল্যান্ডকে ব্যাখা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।