সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বাংলার প্রাচীন স্থাপত্যশৈলী এবং এই প্রাসাদের দৃষ্টিনন্দন সংস্কার কাজ পরিদর্শনে আসেন কোরিয়ান ইয়াংওয়ান কর্পোরেশনের (Youngone Corporation) চেয়ারম্যান কিহাক সাং ও তার প্রতিনিধি দল।
শনিবার (১০ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় সোনারগাঁ থানা পুলিশের একটি দল তাকে স্বাগত জানায়।
এসময় কয়েকজন বিদেশি অতিথিকে নিয়ে ঐতিহাসিক বড় সর্দারবাড়ি পৌছালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন। এসময় তারা বড় সর্দারবাড়ি ও পানামনগরের বিভিন্ন প্রাচীন স্থাপত্যশৈলী পরিদর্শন করেন। প্রাচীন স্থাপত্যশৈলী এবং প্রাসাদের দৃষ্টিনন্দন সংস্কার কাজ দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, বড় সর্দারবাড়ির এই অসাধারণ পুনরুদ্ধার ও সংরক্ষণ কাজে ইয়াংওয়ান কর্পোরেশনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এই প্রয়াস সত্যিই গর্বের।
