সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, November 18, 2025

সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম মামুনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাঝেরচর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের ১৫ শতাংশ জমির বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন খোকনের লোকজন। এই ঘটনায় আমিনুল ইসলাম মামুন নিজে বাদী হয়ে বড় মাঝেরচর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রাসেল আহমেদ খোকন, সেলিম মোল্লা, মৃত হাসান আলী খন্দকারের ছেলে নিহার খন্দকার, সাকিব, আল আমিন মাস্টার, শাকিলসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে তালতলা পুলিশ ফাঁড়ি ও বিশনন্দী সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।


এসময় স্থানীয় বাসিন্দা নাঈম খন্দকার বলেন, 'এই জমিটি মাঝেরচর মৌজার এসএ ৯৬ দাগ ১৫ শতাংশ সোনা মিয়ার ওয়ারিশ ৬ জন মালিক থাকা স্বত্তে মাত্র ২ জন ওয়ারিশ থেকে অংশ কিনে পুরো জমিটি দখল করে নিচ্ছে খোকন তার লোকজন'। এসংক্রান্ত একটি মামলা হলে তার রায় ও মামুনের পক্ষেই আসছে। কিন্তু বর্তমানে তার ভয়ে আমরা আমাদের জমি বেদখল হয়ে যাচ্ছি।


অপর দিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন বলেন, এই জমি ক্রয়সূত্রে ২০০৭ সাল থেকে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। তারা যদি ওয়ারিশ হিসেবে মালিক হয় তাহলে তাহলে প্রমাণাদি নিয়ে বসুক। আর আমার মালিকানা নিয়ে সন্দেহ থাকলে আমার নামজারির বিরুদ্ধে ভূমি অফিসে মামলা করুক।


অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলমান। যেহেতু বিবাদীরা দখলে আছে তাই উভয় পক্ষকে জমির মালিকানার প্রমাণাদি নিয়ে বসার জন্য বলেছি।