সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সেলিম মোল্লা নামে এক চিকিৎসকের জমি দখলে নিতে মরিয়া স্থানীয় বিএনপি নেতা ও তার লোকজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডাক্তার মো: সেলিম মোল্লা নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জমির মালিক অভিযোগকারী ডা: সেলিম মোল্লা বলেন, ২০০৭ সালে আমি ১৭ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদ করে ভোগ দখল করে আসছি। ৫ই আগস্টের পর স্থানীয় বিএনপি নেতা বড় মাঝেরচর এলাকার মৃত আমির হোসেনের ছেলে কাজী আমিনুল ইসলাম মামুন, মৃত হাসিমের ছেলে মতলব, মৃত পিয়ারুলের ছেলে ইউসুফ আলী দলীয় প্রভাব বিস্তার করে আমার নামে খারিজকৃত জমির মালিকানা দাবি করে আসছে। আমি জমির কাগজপত্র নিয়ে বসার তাগিদ দিলে গতকাল আমাকে ও আমার চাচাতো ভাইকে মারধর ও হুমকি দিয়ে গেছে। এছাড়া আমার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
অভিযুক্ত মতলব বলেন, আমরা ৪জন পৈত্রিক সূত্রে মালিক আমিনুলের কাছ থেকে দুই দাগে মোট ৩০ শতাংশ জমি বায়না করেছি। আমরা খুব শীঘ্রই এই জমির মালিকানার দাবিতে মামলা করবো।
স্থানীয় এলাকাবাসী আরমান হোসেন বলেন, এই জমিটি বেশ কয়েক বছর যাবত ডাক্তার সেলিম মোল্লা চাষাবাদ করে আসছে। এখন মামুনগং মালিকানা দাবি করছে। এই বিষয় নিয়ে দলিলপত্র নিয়ে কেউ বসছে না। বসলেই সমাধান হয়ে যাবে।
স্থানীয় বিএনপি নেতা ওয়াসিম বলেন, আমার ফুফাতো ভাই পৈতৃক সূত্রে জায়গাটির মালিকানা দাবি করে জায়গাটিতে গিয়ে ছিল কিন্তু দখলে যেতে পারেনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাশেদুল হাসান খান বলেন, এই ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
