সোনারগাঁওয়ে ১০ টাকা অটোরিকশা ভাড়া চাওয়ায় চালককে ছুরিকাঘাত - News Of Sonargaon

শিরোনাম

Saturday, September 13, 2025

সোনারগাঁওয়ে ১০ টাকা অটোরিকশা ভাড়া চাওয়ায় চালককে ছুরিকাঘাত


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের দেলোয়ার হোসেন (৪২) নামে এক অটোরিকশা চালককে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলে মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।



শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ষোলপাড়া এলাকায় অটোরিকশা চালককে মফিজুল ইসলাম (৬০) ও তার ছেলে শাহজাহান (৩৮) এর মিলে গ্লাস ভাঙ্গা দিয়ে কুপানোর ঘটনা ঘটে।  এই ঘটনায় চালক দেলোয়ার হোসেনের স্ত্রী জরিনক বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।



জরিনা বেগম বলেন, উদ্ধবগঞ্জ থেকে ষোলপাড়া আসার পর আমার স্বামী অটোরিকশা চালক দেলোয়ার মফিজুল ইসলাম (৬০) ও তার ছেলে শাহজাহান (৩৮) কাছে ভাড়া ২০ টাকা চাইলে ১০ টাকা দিলে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরবর্তীতে শাহজাহান উত্তেজিত হয়ে আমার স্বামীকে গ্লাস ভাঙ্গা দিয়ে কুপিয়ে জখম করে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বর্তমানে আমার স্বামী এখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।



স্থানীয় এলাকাবাসী জানান, দেলোয়ারের সঙ্গে মফিজুলের পূর্বের শত্রুতা ছিল তাই আজ কৌশলে ডেকে এনে আক্রমণ করে আহত করে।



সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান খাঁন বলেন, অটোরিকশা চালকের উপর হামলা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।