সোনারগাঁওয়ে গাছের ডাব পারা নিয়ে দ্বন্ধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 19, 2025

সোনারগাঁওয়ে গাছের ডাব পারা নিয়ে দ্বন্ধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনার কারণে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)।



শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলাবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকা একই গ্রামের জাহের আলীর ছেলে।



প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ভিকটিম ও তার মেঝো ভাই আক্তার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে খোকা গুরুতর আহত হয়ে বাড়িতে মৃত্যুবরণ করেন।



সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে আক্তার হোসেন ও খোকা মিয়ার মধ্যে আজ দুপুরে গাছের ডাব পাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ভাই আক্তার হোসেন পলাতক রয়েছেন। পুলিশ গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে।