আমি বৈধ ভাবে প্রকৃত মালিকের কাছ থেকে বায়নাসূত্রে জমির মালিক: আ: রউফ - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 12, 2025

আমি বৈধ ভাবে প্রকৃত মালিকের কাছ থেকে বায়নাসূত্রে জমির মালিক: আ: রউফ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁওয়ে একাধিক বিয়ে করে সন্তানদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অপবাদে নির্যাতনের শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বৃদ্ধ আ: রহিম নিজ ভাইয়ের সম্পত্তিকে নিজের দাবি করে আবারো আলোচনায়।



শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় সন্তানদের কাছ থেকে জমি রক্ষার নামে স্থানীয় বিএনপি নেতা সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের বিরুদ্ধে অসংলগ্ন কথাবার্তা বলে আলোচনায় এসেছেন তিনি।



বৃদ্ধ আ: রহিমের ভাই মৃত সাহেব আলীর ছেলে হুমায়ুন কবির বলেন, আমার জেঠা আ:রহিম বৃদ্ধ মানুষ। ভুলে আমার বাবার সম্পত্তিতে নিজের মালিকানা দাবি করছে। মূলত আমরা ওয়ারিশসূত্রে এই জমির মালিক আর আমরাই বায়না দলিলের মাধ্যমে জমিটি আ: রউফের নিকট বিক্রি করি।



নিজ বাড়িতে পেয়ে কার ভয়ে পলাতক জিজ্ঞেস করলে বৃদ্ধ আ: রউফ বলেন, 'আমি আমার বাড়িতেই আছি, কারো ভয়ে পলাতক না। গতকাল কয়েকজন লোক আমাকে একটা জায়গায় নিয়ে গেছে আমি তাদের মতো করে কথা বলে আসছি। বায়না করে সাইনবোর্ড টানাইছে কিনা আমি জানি না'।



বিএনপি নেতা আ. রউফ বলেন, আমি বৈধ ভাবে প্রকৃত মালিকের কাছ থেকে বায়নাসূত্রে জমির মালিক। আমি জমির মালিকের কাছ থেকে বায়না করেই সাইনবোর্ড টানিয়েছি। কে বা কারা আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বিএনপির নাম খারাপ করতে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করছে। আমি এই মিথ্যা হয়রানিমুলক সংবাদের তীব্র নিন্দা জানাই।