সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে "কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ" (Faculty of Arabic Language) এর অধীনে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী মুশাহিদ দেওয়ান।
তিনি বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের একজন মেধাবী ও কৃতী সন্তান।
তিনি গত ৮ ফেব্রুয়ারি ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে প্রিয় নবীর (সা.) প্রিয় শহর পবিত্র মদিনায় ইলমি সফর করেন। অতঃপর মদিনা ইউনিভার্সিটিতে "কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ” (Faculty of Arabic Language) থেকে অর্নাস শেষ করে “কিসমুল লুগায়িয়্যাত” (ভাষাতত্ত্ব বিভাগ) থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন।
উল্লেখ্য যে, তিনি শিক্ষাগত জীবনে বাংলাদেশে কওমি শিক্ষাধারায় ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান “দারুল উলূম মাদানীনগর” মাদরাসা থেকে বেফাক বোর্ডের অধীনে অনুষ্ঠিত তাকমিল (দাওরাতুল হাদিস) পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করেন। অপরদিকে সরকারি মাদরাসা (আলিয়া) শিক্ষাব্যবস্থায় দাখিল ও আলিম (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) সমাপ্ত করেন।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত চর্চায় বেশ আগ্রহবোধ করেন। দেশে থাকতে বেশকিছু জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করতেন। বর্তমানে তিনি ”আরবি ভাষাতত্ত্ব” নিয়ে বেশি গবেষণা করছেন। তার কিছু গবেষণাপ্রবন্ধ অচিরেই প্রকাশ হতে যাচ্ছে (ইন শা আল্লাহ)। অনলাইনে ”মারকাযু সিবাওয়াই লিদ দিরাসাতিল লুগাওয়িয়্যাহ” (Sibawayh Center for Linguistic Studies) নামে গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান চালু করেছেন, যেখান থেকে "আরবি ভাষাতত্ত্ব" বিষয়ক বেশ কিছু প্রোগ্রাম পরিচালনা করা হয়। এছাড়াও বিশেষ যোগ্যতা হিসাবে প্রিন্টিং ও ভিডিও গ্রাফিক ডিজাইনেও সব্যসাচী হাত রয়েছে। অবসর সময়ে নান্দনিক ও ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন করে থাকেন। তবে অধ্যয়ন, অধ্যাপনা ও লেখালেখি (দিরাসা, তাদরিস ও তা'লিফ) তার জীবনের প্রধান মূল বিষয়। তিনি ভবিষ্যতে পিএইচডি ডক্টরেট ডিগ্রী অর্জন করতে ইচ্ছুক। তিনি ভবিষ্যত সফলতার জন্য সকলের নিকট দুআপ্রার্থী।এবার বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে "কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ" (Faculty of Arabic Language) এর অধীনে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী মুশাহিদ দেওয়ান।
তিনি বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের একজন মেধাবী ও কৃতী সন্তান। তিনি গত ৮ ফেব্রুয়ারি ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে প্রিয় নবীর (সা.) প্রিয় শহর পবিত্র মদিনায় ইলমি সফর করেন। অতঃপর মদিনা ইউনিভার্সিটিতে "কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ” (Faculty of Arabic Language) থেকে অর্নাস শেষ করে “কিসমুল লুগায়িয়্যাত” (ভাষাতত্ত্ব বিভাগ) থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন।
উল্লেখ্য যে, তিনি শিক্ষাগত জীবনে বাংলাদেশে কওমি শিক্ষাধারায় ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান “দারুল উলূম মাদানীনগর” মাদরাসা থেকে বেফাক বোর্ডের অধীনে অনুষ্ঠিত তাকমিল (দাওরাতুল হাদিস) পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করেন। অপরদিকে সরকারি মাদরাসা (আলিয়া) শিক্ষাব্যবস্থায় দাখিল ও আলিম (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) সমাপ্ত করেন।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত চর্চায় বেশ আগ্রহবোধ করেন। দেশে থাকতে বেশকিছু জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করতেন। বর্তমানে তিনি ”আরবি ভাষাতত্ত্ব” নিয়ে বেশি গবেষণা করছেন। তার কিছু গবেষণাপ্রবন্ধ অচিরেই প্রকাশ হতে যাচ্ছে (ইন শা আল্লাহ)।
অনলাইনে ”মারকাযু সিবাওয়াই লিদ দিরাসাতিল লুগাওয়িয়্যাহ” (Sibawayh Center for Linguistic Studies) নামে গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান চালু করেছেন, যেখান থেকে "আরবি ভাষাতত্ত্ব" বিষয়ক বেশ কিছু প্রোগ্রাম পরিচালনা করা হয়। এছাড়াও বিশেষ যোগ্যতা হিসাবে প্রিন্টিং ও ভিডিও গ্রাফিক ডিজাইনেও সব্যসাচী হাত রয়েছে। অবসর সময়ে নান্দনিক ও ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন করে থাকেন। তবে অধ্যয়ন, অধ্যাপনা ও লেখালেখি (দিরাসা, তাদরিস ও তা'লিফ) তার জীবনের প্রধান মূল বিষয়। তিনি ভবিষ্যতে পিএইচডি ডক্টরেট ডিগ্রী অর্জন করতে ইচ্ছুক। তিনি ভবিষ্যত সফলতার জন্য সকলের নিকট দুআপ্রার্থী।