সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে চাঁদাবাজির মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে দায়ের করা সিআর ৩২৮/২৫ নং মামলায় প্রেরণ করা হয়েছে উপজেলার নয়াগাঁও এলাকার মৃত সুখাই মোল্লার ছেলে সাদেক মোল্লা (৫৫) ও তার ছেলে সিয়াম (২৫)।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, সাদেক ও সিয়াম তারা দুজনই মারামারি ও চাঁদাবাজি মামলার আসামী। তাদের নামে ওয়ারেন্ট থাকায় রাতে একটি অভিযানে দুইজনকেই তাদের নয়াগাঁওয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, নয়াগাঁও এলাকার মৃত সুখাই মোল্লার ছেলে সাদেক মোল্লা ও তার ছেলে সিয়ামের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩৮৫, ৩০৭, ৫০৬(৩৪) পেনাল কোডে মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি মো: রাশেদুল হাসান খান জানান, নিয়মিত অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।