সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ে কাঁচপুরের আলোচিত দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।
রায় প্রদানকালে আসামি রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন ও নিহতের স্ত্রী শাহিনুর আক্তার পলাতক রয়েছে। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ডর ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত( পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে নিহতের স্ত্রী শাহিনুর ও পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লেখক মোশারফকে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
মামলার বাদি সোলায়মান ভুইয়া জানান, আদালতের রায়ে সন্তুষ্ট। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান।