সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল - News Of Sonargaon

শিরোনাম

Saturday, August 16, 2025

সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগসাদিপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ আগস্ট) উপজেলার সাদিপুরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা হয়। 



উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের  ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। 


১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে বিপথগামী সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হন। এরপর দলের নেতাকর্মীদের দাবির মুখে জিয়াউর রহমানের গড়া দল বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।


এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সিফাত আদনান , তাইজুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম ইসলাম, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল মামুন, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনি, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন মিয়া,সহ সভাপতি সাজ্জাদুল আমিন, তানজিম ইসলাম সাইফুল,মোঃ শাহজালাল, মোঃ রবিউল,মোঃ সানী সহ সাধারণ সম্পাদক সাকিব বিন নয়ন, মোঃ দিপু, মোঃ সাফিন, মোঃ ইমরান প্রমুখ।