তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ থাকায় হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, August 13, 2025

তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ থাকায় হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জে বন্দর উপজেলাধীন ঢাকেশ্বরী রোড, সোনাচড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ করে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের অভিযানে বানিজ্যিক হোটেলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকেশ্বরী রোড, সোনাচড়া, জাঙ্গাল স্টান ব্রীজ সংলগ্ন, বারপাড়া, এলাকায় ২ কিলোমিটারে অভিযান চালিয়ে ৩০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও বানিজ্যিক হোটেল এবং  চায়ের দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান,ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


এসময়  উপস্থিত ছিলেন তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় বন্দর জোনের ম্যানাজার জাহিন আমির বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অবহ্যাত আছে। আমরা যেখানেই অবৈধ সংযোগের খবর পাচ্ছি  সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে । আমরা   চাই অবৈধ সংযোগ জিরো টলারেন্সে নিয়ে আসার।