বিয়ের প্রলোভনে ধর্ষণ সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে উধাও প্রেমিক মাসুদ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 9, 2025

বিয়ের প্রলোভনে ধর্ষণ সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে উধাও প্রেমিক মাসুদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

পরকীয়া প্রেমিক সোনারগাঁওয়ের ছেলে মাসুদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছেন কেরানীগঞ্জের প্রেমিকা চম্পা আক্তার। 


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাফরদী এলাকার আফজালের ছেলে মাসুদকে বিবাদী করে অভিযোগ করেছেন সন্তানসম্ভবা চম্পা। প্রায় বছরের বেশি সময় তাদের সম্পর্ক পরে চম্পা সন্তানসম্ভবা হলে বিয়ে করতে গরিমশি শুরু করে মাসুদ বলে জানান তিনি। 


অভিযোগ সূত্রে জানাগেছে, চম্পা তার প্রথম স্বামী কে তালাক দেয়ার পর থেকে মাসুদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়।বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে চম্পা তিন মাসের অন্তঃসত্ত্বা হইলে মাসুদ জোরপূর্বক সন্তান নষ্ট করে। কয়েক মাস পর পূনরায় সন্তানসম্ভবা হলে বিয়ে করার চাও দেই। সে আমাকে বিয়ে করবে বলে নানা তালবাহানা শুরু করে, এক পর্যায়ে তার বোন এবং বোনজামাই আমার বাসা কেরানিগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসে, তারপর থেকে আমাকে নানাভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে।


এই ঘটনায় অভিযুক্ত মাসুদের সাথে যোগাযোগ করলে তার ব্যবহারিত ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়, পরে তার ভাই মাসুমের সাথে যোগাযোগ করলে সে ঘটনার সত্যতা  স্বীকার করেন বলেন, তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল তবে বাচ্চা হবে কিনা এটা আমাদের জানা নেই।


এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।