সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারি গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Monday, July 7, 2025

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


সোমবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজ উদ্দিন। এর আগে রবিবার দুপুরে পৌরসভার টিপর্দী এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, টিপর্দী এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সবুজা বেগম (৫৫), তার মেয়ে লিপি আক্তার (৩৫), এবং তাদের দুই সহযোগী পুতুল (৩৫) ও সপচাঁন বেগম (৩৫)। 


পুলিশ জানায়, অভিযানে তাদের বসতবাড়ী তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।