এবার সোনারগাঁয়ে ফাঁকা বাড়িতে চোরের হানা, ৩০ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকা লুট - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 31, 2025

এবার সোনারগাঁয়ে ফাঁকা বাড়িতে চোরের হানা, ৩০ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকা লুট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় দিন দুপুরে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে। ফাঁকা পেয়ে বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে লুট করে নিয়ে যায়। 


বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।


বাড়ির মালিক ও অভিযোগকারী সৌরভ চন্দ্র দাস বলেন, তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ফাঁকা পেয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা পেয়ে স্বর্নালংকার ও নগদ টাকা লুটের বিষয়টি বুঝতে পারেন। 


জানা যায়, উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের সৌরভ চন্দ্রের বাবা রাধেশ্যাম দাস একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তারা ওই ব্যবসায় অগ্রসর হননি। তার বাবার ব্যবসায়ের স্বর্ণসহ তাদের পরিবারের মহিলাদের ব্যবহৃত ৩০ ভরি স্বর্ণ আলমারি রাখা ছিল। গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনে মোগরাপাড়া যাওয়ার পর দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। 


সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।