সোনারগাঁওয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 30, 2025

সোনারগাঁওয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে রায়হান (২৮) নামে স্বামীর বিরুদ্ধে।


মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলার সোনাখালী এলাকায় দুপুর আড়াই টায় শাহজাহান মিয়ার মেয়ে শোভা আক্তার (১৮) এর সাথে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।


শোভার স্বামী রায়হান (২৮) পার্শ্ববর্তী এলাকা প্রেমের বাজার মশুরাকান্দী এলাকার মো: উজ্জ্বল মিয়ার ছেলে। তাদের চার বছরের সংসারে দেড় বছর বয়সী শোহায়েব নামে একটি সন্তান রয়েছে। 


শোভার মা মনসুরা বেগম বলেন, 'বিদেশ যাওয়ার জন্য ৫ লক্ষ টাকা চেয়েছিল জামাই। না দিতে পারায় গতকাল রাত ও আজ সকালে আমার মেয়ের সাথে ঝগড়া হয়। সকালের নাস্তা করে দুইজন ঘরে শুয়ে ছিল। বাড়ির আঙ্গিনায় কাজ করতে গেলে সে আমার মেয়েকে মেরে ফাঁসে ঝুলিয়ে পালিয়ে গেছে'। 


মৃত শোভার বাবা শাহজাহান মিয়া বলেন, 'ঘটনার পর আমার মেয়েকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পালিয়ে যাওয়ার পর থেকেই রায়হান ও তার পরিবার বাড়ি থেকে পলাতক। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই'।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান তথ্য নিশ্চিত করে বলেন, 'ফাঁস দিয়ে মারা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর আসলে থানা পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত শোভার স্বামী ও তার পরিবার পলাতক রয়েছে'।