পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত বহিষ্কার - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, June 18, 2025

পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত বহিষ্কার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত প্রধান কে বহিষ্কার করা হয়েছে। 


সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। এছাড়া শান্তর সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭জুন) স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করা হয়। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। 


জানা গেছে গত ১২ জুন সোনারগাঁয়ে রিপন(২৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান এর বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসামি রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। 


জানা গেছে, আসামি রিপনকে গ্রেফতার করার পর থানায় নিয়ে যাওয়ার সময়ে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান দলবল নিয়ে পুলিশের কাজে বাঁধা দেন। একপর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতকড়া লাগানো আসামিকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং পুলিশের উপর চড়াও হন।


ঘটনার সত্যতা জানতে চাইলে সোনারগাঁ তালতলা তদন্তকেন্দ্রের (এএসআই) সেলিম মিয়া জানান, বেশ কিছুমাস পূর্বে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় মামলার আসামি রিপন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমি বৃহস্পতিবার গোপন সংবাদের তথ্যে তাকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান তার দলবল নিয়ে আমাকে বাঁধা দেন। সে বারংবার বলছিল আমরা বিএনপির লোক। তারা উত্তেজিত অবস্থায় ছিল। ঘটনাস্থলে আমারা দু'জন পুলিশ সদস্য ছিলাম। একপর্যায়ে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয়।