সোনারগাঁ জমি দখল করতে পান বিক্রেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, May 4, 2025

সোনারগাঁ জমি দখল করতে পান বিক্রেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ জমি সংক্রান্ত বিরোধের জেরে অসহায় পান বিক্রেতা ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও মিথ্যা হয়রানি মূলক সংবাদ প্রকাশ করে জমি দখল অভিযোগ পাওয়া গেছে।


রবিবার (৪ মে) উপজেলার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বামনা দিঘীরপাড় গ্রামে জমি জোরপূর্বক ২১ শতাংশ জমি দখল করতে মো. তমিজ উদ্দিন মিথ্যা হয়রানি মূলক সংবাদ প্রকাশ করেছেন বলে জানান জমির প্রকৃত মালিক পান বিক্রেতা রফিক মিয়া ও তার ছেলে পনির মিয়া।


প্রেমের বাজারে পান বিক্রেতা রফিক মিয়া বলেন, "আমরা পৈত্রিক সূত্রে হামছাদী মৌজার এসএ দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আরএস দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি ৪৫ বছর যাবত ভোগ দখল করে আসছেন। ২ বছর আগ থেকে হঠাৎ তমিজ উদ্দিন গং এই জমিটি দখল করতে নানা কৌশলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মো. তমিজ উদ্দিন। আমরা নিন্মবিত্ত মানুষ তার টাকার কাছে আমরা অসহায়। তাই সে আমাদের কে চাঁদাবাজির মামলা দিয়ে জমিটি নিজের করে নিতে চাইছে"।


জমির অপর মালিক মোহাম্মদ আলি বলেন, ২ বছর এই জমিটি নিয়ে অনেক হয়রানি করে আসছে তমিজউদদীন ও তার ভাইয়েরা। আমাকে ১০ লক্ষ টাকা দিতে চেয়েছে আমি যেন তাকে জমিটি দখল করে দেই। সে জমির দালাল, অনেক চতুর লোক। আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে জায়গা টা দখলের পায়তারা করছে"।


কিভাবে জমির মালিক হলেন প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিযুক্ত তমিজ উদ্দিন। তিনি বলেন, ''আমি ২ বছর যাবত এই জমিটির পিছনে শ্রম দিচ্ছি। জমির লিচু গাছ থেকে তারা একাই লিচু নিয়ে যাওয়ায় আমি সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদেরকে জানিয়েছি"।


জমিটি নিয়ে ভূমি অফিসে দীর্ঘ ২ বছর যাবত মিসকেস চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূমি কর্মকর্তা বলেন, তমিজ উদ্দিন ২ বছরে ৩ বার হজ্বের কথা বলে শুনানি পিছিয়েছে। জমির মালিকানার কোন কাগজ সে এখনো দেখাতে পারে নাই। তার তালবাহানার জন্যই এই কেসের রায় দেয়া সম্ভব হচ্ছে না।