সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্রের ভয় দেখিয়ে বসত ভিটা দখল, পুলিশের ৫ লাখ টাকা চাঁদা দাবি - News Of Sonargaon

শিরোনাম

Saturday, May 3, 2025

সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্রের ভয় দেখিয়ে বসত ভিটা দখল, পুলিশের ৫ লাখ টাকা চাঁদা দাবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় আদালতের ১৪৫ ধারা অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীর শো-ডাউন দিয়ে একটি অসহায় পরিবারের বসত ভিটা দখল করার অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (৩ মে) সকালে সরেজমিনে সোনারগাঁও পৌরসভার দক্ষিণ ষোলপাড়া এলাকায় পুরাতন সীমানা উপ্রে ফেলে নতুন বাউন্ডারি ওয়াল নির্মাণ করে আছান উল্যা (৬৭) এর প্রায় ২ শতাংশ বসত ভিটা দখল করে নিয়েছেন আমিনুল ও নজরুল ইসলাম গং।


অসুস্থ আছান উল্যার ছেলে সাইদুল ইসলাম রাজু বলেন, "১৯৯২ সালে ক্রয়সূত্রে মালিকানার বসত ভিটায় হঠাৎ আমিনুল ও নজরুল ইসলাম গংদের মালিকানার দাবিতে প্রথমে সোনারগাঁ থানা পরবর্তীতে নারায়ণগঞ্জ আদালতের স্মরণাপন্য হই আমরা। আদালতের নিষেধাজ্ঞা জারি করা হলে সোনারগাঁও থানার এসআই আলীম এসে উভয় পক্ষকে নিয়ে সমাধান করার কথা বলে আমাদের ২ শতাংশ জায়গা উদ্ধার করে দেয়ার জন্য ৫ লাখ টাকা চায়। আমরা টাকা না দেয়ায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন''। 


সাইদুলের মা বলেন, ''আমিনুল ও নজরুল ইসলাম অস্ত্রসহ ১ শ সন্ত্রাসী নিয়ে এসে আমাদের জায়গায় তার জমির সীমানা প্রাচীর নির্মাণ করে দিয়ে গেছে। এই ঘটনায় ভয়ে আমার স্বামী স্ট্রোক করে বর্তমানে অচেতন অবস্থায় আছে কাউকে চিনতে পারছে না"। 



সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল আলীম বলেন, 'আছান উল্যার ছেলে রাজু থানায় অভিযোগ করার পর আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে তাদের জমির বিরোধ মিমাংসা করতে গিয়েছিলাম তবে ৫ লক্ষ টাকা আমি তাদের কাছ থেকে চাইনি'।