সোনারগাঁওয়ে জঙ্গি সোহানসহ ৩ ডাকাত ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 6, 2022

সোনারগাঁওয়ে জঙ্গি সোহানসহ ৩ ডাকাত ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

সোনারগাঁওয়ে জঙ্গি সোহানসহ ৩ ডাকাত ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে জঙ্গি সোহানসহ শীর্ষ ডাকাত ৩ ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রবিবার (৫ জুন) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া, মেঘনা নিউটাউন ও কাঁচপুর এলাকা থেকে মাদক কারবারিসহ এদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 


সোনারগাঁ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) বিল্লাল শেখের নির্দেশে ও সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএমের নেতৃত্বে এএসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ ডাকাত জঙ্গি সোহানসহ ৩ ডাকাত কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার রেকর্ডভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হাবীবপুর এলাকার দুলালের ছেলে সোহান (২৩), গোহাট্টা এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে শাওন মিয়া (২৫), ও কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মোমিন ওরফে মোমেন (৩৫)।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে ডাকাত দলের তিন সদস্য ও ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কুরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি করার চেস্টা করছিলো।