নতুন আঙ্গিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 6, 2022

নতুন আঙ্গিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সত্য প্রকাশে অটুট থাকার অঙ্গীকারে পাঠক নন্দিত যায়যায়দিন ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

তিনি বলেন, ২০০৬ সালের ৬ জুন সাপ্তাহিক যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করা যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

এসময় দৈনিক যায়যায়দিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, বিজয় টেলিভিশনের দ্বীন ইসলাম অনিক, বঙ্গবন্ধু ঘাতক দালাল কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, দৈনিক ডেলটার কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক জনবানীর নুরনবী জনি, দৈনিক ঢাকা টাইমসের মো. ইমরান হোসেন, দৈনিক আজকালের খবরের মো. আকাশ, দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক মুক্তখবরের শাহীন সাকি, দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, দৈনিক গনকণ্ঠের শাহরুখ আহমেদ, যুবলীগের সাজিদ মাহবুব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাউসার আহাম্মেদ তুহিন, সোনারগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক দিন প্রতিদিনের পারভেজ হোসেন, একাত্তুর বাংলা টেলিভিশনের রাশেদুল হাসান অভি, দৈনিক আশ্রয় প্রতিদিনের অহিদুল্লাহ, দৈনিক প্রভাতী খবরের দেলোয়ার হোসেন প্রমুখ।