সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের মেয়েদের ড্রেস কোডের বোরকার সাথে সাদা হিজাব বাধ্যতা মূলক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ জুন) সকালে কলেজের সুশৃংখলতা শক্তিশালী করতে এবং বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রনে আনতে সোনারগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষ কলেজ ড্রেসের প্রতি ছাত্র-ছাত্রীদের কে জোর দিয়ে বহিরাগত কয়েকজন ছাত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দিলে কলেজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলুম সমালোচনার সৃষ্টি হয়।
সোনারগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল আশরাফুজ্জামান অপু প্রকাশিত নিউজের প্রতিবাদে বলেন, করোনা মহামারীর পর আমরা ছাত্র-ছাত্রীদের কে পড়াশোনায় ফিরাতে আপ্রান চেষ্টা করছি। কিন্তু কিছুদিন যাবত অনেক ছাত্র-ছাত্রী কলেজ ড্রেস বা ড্রেস ছাড়াও বিভিন্ন পার্কে ঘুরাঘুরি করার প্রমাণ পেয়েছি। তাই আমার কলেজের শিক্ষার্থীদের চিহ্নিত করতে আমরা কলেজ ড্রেস উপর জোর দেই। আর তারই পরিপ্রেক্ষিতে গতকাল ও আজ কলেজ ক্যাম্পাস থেকে কয়েকজন বহিরাগত ছাত্র-ছাত্রীদের কে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে। তারাই মূলত কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দিয়ে পোষ্ট করছে।
কলেজের সহকারী জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সংখ্যা গরিষ্ট মুসলিম দেশে বসবাস করি। বোরকা বা হিজাব আমাদের ছাত্রীদের সৌন্দর্য্য বৃদ্ধি করে। যেসকল ছাত্রী বোরকা পরে আমরা তাদের কে বোরকার সাথে স্ক্রাফ বা হিজাব ব্যবহারের পরামর্শ দিয়েছি। সোনারগাঁও কলেজকে নিয়ে হিজাব বিতর্ক সম্পূর্ন ভিত্তিহীন ও বানোয়াট।
এদিকে হিজাবের বিষয়টি সমাধান হওয়ায় ভুক্তভোগী ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।