বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 10, 2022

বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন

বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলার উদ্ধবগঞ্জে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁ এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।


প্রতিবাদ সভায় শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সালমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও ইমাম-উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী সাঈদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামাল হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন, ইমাম-উলামা ঐক্য পরিষদের বৈদ্যের বাজার ইউনিয়র শাখার সভাপতি মুফতি আনিসুর রহমান, ভাটিবন্দর দারুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামীম মুফতি মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সোনারগাঁ সিরাতুম মুসতাকীম মাদ্রাসার মুহতামীম হাফেজ মোঃ আরিফুল ইসলাম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে শায়খ আবু তাওয়ামা সংসদের সহ-সভাপতি মাওলানা ইউসুফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মাহমুদ, মিডিয়া সম্পাদক মাওলানা রিফাত মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) প্রতিটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। নবীকে নিয়ে কুটক্তি কোন মুসলমান মেনে নেবেনা। সরকারের কাছে আমাদের দাবী জাতীয় সংসদে এব্যাপারে অতি দ্রুত নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং ভারতের রাষ্ট্রদুতকে ডেকে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা কুটক্তিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ভারত সরকারের কাছে দাবী জানান।