সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে দর্পন পাটোয়ারী (৪৫) ও আফসার উদ্দিন (৩৬)
নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত
শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে
তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময়
তাদের কাছ থেকে চাঁদাবাজির ৭ হাজার ৯শ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ
থানায় মামলা হয়েছে। র্যাব-১১
এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পিপিএম জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানাধীন কাজী ফজলুল হক
মহিলা ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তায় চলাচলরত ট্রাক, সিএনজি,
অটোরিক্সা ও ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ
থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে
চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগে পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নগদ ৭ হাজার
৯শ টাকাসহ দর্পন পাটোয়ারী ও আফসার উদ্দিন নামে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার
করা হয়েছে।
এসময়
র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগি চাঁদাবাজ হাবিবপুর গ্রামের মৃত শামসু
মিয়ার ছেলে আমির (৪০) ও একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে খোকন (২৭) পালিয়ে যায়।