সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন
খোকার উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক
রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫
জুলাই (শুক্রবার) বাদ জুমা সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত
হয়।
সোনারগাঁ
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩
(সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। এসময়
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বাংলাদেশ বিনির্মাণে
হোসাইন মোহাম্মদ এরশাদের ভূমিকা অনস্বীকার্য,তিনি
বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার কারিগর হিসেবে নিরলস ভাবে কাজ করেছেন।আজ
তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।আপনারা সবাই তার জন্য দোয়া
করি যেন,মহান আল্লাহপাক আবার তাকে দেশ ও জাতির কল্যাণে
কাজ করার তৌফিক দান করেন।
এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি
নেতা এম এ জামান,ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর রফিকুল
ইসলাম,শাহজালাল মিয়া, ঠিকাদার
শাহিন,ওমর ফারুক টিটু ও সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের
সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ প্রমুখ।