সম্ভুপুরা থেকে অজ্ঞাত ও অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 18, 2019

সম্ভুপুরা থেকে অজ্ঞাত ও অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার


সম্ভুপুরা থেকে অজ্ঞাত ও অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (১৮ জুন) মঙ্গলবার ধলেস্বরী নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ধলেস্বরী নদী একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বন্দর নৌ ফাঁড়ির পুলিশকে খবর দেন।
বন্দর নৌ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ সোনারগাঁ থানাকে বিষয়টি অবহিত করলে আমরা ঘটনাস্থল থেকে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যুবকের গায়ে সাদার মধ্যে হালকা মেরুন কালার একটি টি-শার্ট, কালো রঙ্গের একটি জিন্স প্যান্ট ও হাতে একটি বেল্টের ঘড়ি পরিহিত ছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।