সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার চিহ্নিত
মাদক কারবারি ও মাদকসেবী হারুন বাশার (৪০) কে উপজেলার বালিয়া
দীঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা
পুলিশ।
১৭ঈ মার্চ সোমবার সোনারগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আশিক ইমরানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক
কারবারী হারুন বাশারকে আটক করা হয়।
এস আই আশিক ইমরান জানান, গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়া
দীঘিরপাড় এলাকায় রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে নুরুল ইসলামের ছেলে
হারুন বাশার কে ১৯৬ পিস ইয়াবা সহ
আটক করা হয়। এ ব্যাপারে মাদক মামলা দায়ের করে ধৃত হারন বাশারকে আদালতে প্রেরণ করা
হয়েছে।