সোনারগাঁয়ে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 28, 2019

সোনারগাঁয়ে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


নিউজ ডেস্কঃ ‘কলম ধরো জীবন গড়ো, মাদক ছাড়ো খেলা ধরো’- স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে শুক্রবার সকল ৯ টার দিকে সোনারগাঁ জি. আর. ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ২০০৭ সালের ব্যাচের ছাত্রদের মধ্যে ১৬ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের ব্যাচের ছাত্ররা দুটি দলে বিভক্ত হয়। এক দলের নাম গ্রুপ অব ভবনাথপুর ও আর এক দলের নাম বিশ্ব একাদশ গ্রুপ অব ভবনাথপুর বিশ্ব একাদশে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ব একাদশ ১৬ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করেন। পরে গ্রুপ অব ভবনাথপুর মাঠে নেমে ১৫ ওভার ৩ বল খেলে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে জয় লাভ করেছেন।


গ্রুপ অব ভবনাথপুর দলের হয়ে খেলেছেন, আবু সাঈদ সরকার, কাজল, সজিব, বিল্লাল হোসেন, হাবিবুর, কুরবান, রাসিদ, আলী, কৃষনা। বিশ্ব একাদশ দলের হয়ে খেলেছেন, জামান, সাদ্দম, হারুন আর রশীদ ,সুজন, রিপন, সবুজ, ইকবাল, আল আমিন, ছানা।