নিউজ অফ সোনারগাঁও
রাস্তা পারাপারের সময় সোনারগাঁয়ের ললাটি এলাকায় সড়ক
দূর্ঘটনায় নুরু মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮) নামে এক যুবক আজ রোজ শনিবার সকাল ১০
টায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁ থানাধীন এশিয়ান
হাইওয়েতে রাস্তার পাশ দিয়ে হাটার সময় ওভারটেক করার একপর্যায়ে
নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উপর উঠিয়ে দিলে পথচারী মাসুম গুরুত্বর আহত হয়। পরে
স্থানীয় হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়। তার লাশ বর্তমানে নিজ বাড়িতে রাখা
হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ললাটি এলাকার সাধারণ জনগন মাসুমের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উত্তেজিত
হয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ করে আছে।
দূর্ঘটনার প্রায় ২ ঘন্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কাঁচপুর
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান, আমি বিস্তারিত কিছু জানিনা, এই মাত্র আমার
লোক সেখানে গিয়েছে। তবে শুনেছি গনপিটুনিতে আহত ড্রাইভার বর্তমানে দি বারাকা
হাসপাতালে আছে।