সোনারগাঁও পৌরসভার গোয়ালদীতে দিন-দুপুরে চুরি - News Of Sonargaon

শিরোনাম

Sunday, June 30, 2019

সোনারগাঁও পৌরসভার গোয়ালদীতে দিন-দুপুরে চুরি

সোনারগাঁও পৌরসভার গোয়ালদীতে দিন-দুপুরে চুরি

  
নিউজ ডেস্কঃ
স্বামী-স্ত্রী সকালে চাকরীতে গেলে সেই সুযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এক দম্পতির বাসায় দিন-দুপুরে চুরির ঘটনা ঘটে।
রোববার দুপুরে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকার আমান ভূইয়ার ছেলে দোলন ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে পনের ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায়।
সোনারগাঁ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কেউ কোন আভিযোগ করেনি। তবে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার এসআই মোঃ শামীম তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে দোলন ভূইয়া তাঁর কর্মস্থল চাকরীতে চলে যান। 

এর কিছুক্ষণ পর তাঁর স্ত্রী ঘরের দরজা ও গেটে তালা দিয়ে কর্মস্থলে যান। দুপুরে কয়েক জন চোর গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। 
তারা আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকারসহ ও নগদ অর্থ নিয়ে যায়।