সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার (৩০ জুন) সোনারগাঁ পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষনা করা হয়। পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশার সভাপতিত্বে বাজেট ঘোষনা করেন কাউন্সিলর ফারুক আহাম্মেদ তপন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৩২৯ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৩২৯ টাকা। এছাড়া বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকা ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আলী আকবর, দুলাল মিয়া, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মধু, শাহজালাল, নাইম আহাম্মেদ রিপন, মোতালিব হোসেন, জায়েদা আক্তার মনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।