সোনারগাঁওয়ের ব্যবসায়ী সোহেল রানা বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর - News Of Sonargaon

শিরোনাম

Friday, December 26, 2025

সোনারগাঁওয়ের ব্যবসায়ী সোহেল রানা বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর হলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানার এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে পর্দা উঠছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইটি লিগের। নাবিল গ্রুপের সঙ্গে যৌথ ভাবে স্পন্সর হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন সোহেল রানা।


রাজশাহী ওয়ারিয়র্স টিমের স্পন্সর হওয়ার বিষয়ে তিনি বলেন, এই পর্যন্ত পৌঁছানোর কৃতিত্ব আমার প্রিয় সোনারগাঁবাসীর ভালোবাসা ও দোয়ার প্রতিফলন। আমি সোনারগাঁয়ের শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে দোয়া চাই যেনো সোনারগাঁওয়ের নাম খেলাধুলার মাধ্যমে সারা বাংলাদেশপৌঁছে দিতে পার।


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের সন্তান সোহেল রানা অত্যন্ত ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। দেশের আনাচে কানাচে টেপ টেনিস ক্রিকেটারদের সংগঠিত করে ক্রিকেট টিম গঠন করে খেলাধুলায় তরুণদের উৎসাহিত করে আসছেন দীর্ঘদিন ধরে।


উল্লেখ্য যে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে সিলেট টাইটান্সকে হারায় সোহেল রানা'র দল রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে নোয়াখালী এক্সপ্রেস খেলছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এবারের দ্বাদশ আসরে মোট ছয়টি দল শিরোপার জন্য লড়ছে। দলগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস।